শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো নাটকে চিত্রনায়িকা মুনমুন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০২ এএম

প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা মুনমুন। হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভির চলতি ধারাবাহিক চাপাবাজে একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে পূবাইলে দুইদিন নাটকটির শুটিং করেছেন তিনি। নাটকে অভিনয় প্রসঙ্গে মুনমুন বললেন, হাসান জাহাঙ্গীর ভাইয়ের অনুরোধে নাটকে অভিনয় করেছি। ভালে কাজ করে ভাল লেগেছে। গোছানো ইউনিট। ভালো প্রস্তাব পেলে সামনেও নাটকে কাজ করার ইচ্ছা আছে। সিনেমায় প্রসঙ্গে মুনমুন বলেন, আপাতত সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব। এদিকে মুনমুন অভিনীত তোলপাড় ও পাগল প্রেমিক নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় মুনমুন এ পর্যন্ত তার ক্যারিয়ারে ৯০টি সিনেমায় অভিনয় করেছন। ১৯৯৬ সালে ‘ও’ লেভেল শেষ করার পর প্রখ্যাত চলচ্চিত্রকার মরহুম এহতেশামের মৌমাছি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন