শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দক্ষ ও দর্শকপ্রিয় অভিনেতা হওয়াই লক্ষ্য

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় এবং বিজ্ঞাপন দিয়ে ইতোমধ্যে দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন অভিনেতা রুপু হিমেল। বাংলালিংকের বিজ্ঞাপনে তার সংলাপ ‘ওই কুদ্দুস এদিকে আয়, মাল কি তোর ব্রুসলি নামাইব’ এখনও দর্শকের মুখে মুখে ফেরে। এক বিজ্ঞাপনেই বাজিমাত করেন। এছাড়া তার করা প্রাণের পণ্য ‘সসের বস’ বিজ্ঞাপনটিও দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। পেশাগত জীবনে পুলিশের একজন কর্মকর্তা হলেও, ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি রুপু হিমেলের অসম্ভব টান রয়েছে। শুরুটা করেছিলেন গান দিয়ে। বিভাগীয় পর্যায়ে নজরুল, রবীন্দ্র ও আধুনিক গান এই তিন বিভাগেই প্রথম স্থান অর্জন করেছিলেন। মূলত মামাবাড়ির মানুষদের উৎসাহে গান গাইতে শুরু করেন। স্কুল-কলেজের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএসসিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে মনে অভিনয়ের সাধ জাগে। যোগ দেন ‘প্রাঙ্গনেমোর’ নাট্যদলে। এখান থেকেই অভিনয়ে হাতেখড়ি। মঞ্চ নাটক তাকে মোহাচ্ছন্ন করে রাখে। সারাক্ষণ অভিনয় নিয়ে পড়ে থাকেন। এভাবেই বিশ্ববিদ্যালয় জীবন পার করে কর্মজীবনে প্রবেশ করলেও অভিনয় ছাড়তে পারেননি। ২০০৭ সালে অভিনেতা-নির্মাতা  ডি এ তায়েবের হাত ধরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। ‘এপার ওপাড়’ নামে একটি টেলিফিল্মের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করেন। বর্তমানে জনপ্রিয় মেগা সিরিয়াল ডিবিতে অভিনয় করছেন। এর আগে প্রচার হয় তার অভিনীত মেগা ধারাবাহিক ক্রাইম ফিকশন, থানার নাম শনির আখড়া, লেক ড্রাইভ লেন, ডেইলি ফ্রাইটেন নাইটসহ অনেক ধারাবাহিক। এর বাইরে অসংখ্য একক নাটকে অভিনয় করেন। রুপু হিমেলের স্বপ্ন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তোলা। দর্শকের কাছাকাছি পৌঁছা। তিনি মনে করেন, যেহেতু শৈশব থেকেই রক্তে সংস্কৃতি মিশে আছে, তাই এটি জীবনের অংশ হয়ে গেছে। এভাবেই সারাজীবন থাকতে চান। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন