শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা উপসর্গে সাতক্ষীরায় আরো তিনজনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৩:৫২ পিএম | আপডেট : ৪:১৫ পিএম, ১৪ জুন, ২০২১

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে আরো তিনজন মারা গেছেন।

এনিয়ে করোনা উপসর্গে জেলায় মারা গেলেন ২৫৫ জন।
আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ৫৭ জন।
সোমবার (১৪ জুন) মারা যাওয়া ব্যাক্তিরা হলেন- সাতক্ষীরা সদরের বৈকারি গ্রামের ফকির সরদারের ছেলে জাহান আলী (৮০), আখড়াখোলা গ্রামের মুজিব আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৬০) ও দেবহাটা থানার বহেরা গ্রামের আব্দুর রউফের স্ত্রী আয়েশা খাতুন (৯২)।
জ্বর,সর্দী-কাশি নিয়ে জাহান আলী গত ১০ জুন, মনোয়ারা খাতুন ১২ জুন, আর আয়েশা খাতুন ৮ জুন মেডিকেলের ফ্লু কর্ণারে ভর্তি হয়েছিলেন ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত করোনার উপসর্গ নিয়ে তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন পজিটিভ হয়েছেন। যা শতকরা ৪৭.২১ ভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন