শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জ পৌরসভায় ১৮ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ৬:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরের ১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮২৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে পৌর সম্মেলন কক্ষে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় এ বাজেট পেশ করেন পৌর সচিব মোবারক হোসেন। পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এবারের প্রস্তাবিত বাজেটে নিজস্ব ও সরকারি রাজস্ব অনুদান খাত হতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৮২৩ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ। এছাড়া রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৩৬ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ টাকা।

এতে অন্যদের উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন