শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়া জেলাব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা আসছে রাত ১২ টা থেকে

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৭:৩৩ পিএম

আজ ২০ জুন রোববার রাত ১২ টা থেকে কুষ্টিয়া জেলার সকল শিল্প কলকারখানা, হরিপুর সেতু, ঘোড়ার ঘাট, গণপরিবহন ১ সপ্তাহের জন্য বন্ধ হতে যাচ্ছে। জেলাব্যাপী কঠোর লকডাউন। কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১২ টা। মসজিদে সীমিত সংখ্যক মুসল্লির উপস্থিত থাকতে পারবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হসপিটাল ঘোষণা। আজ ২০ জুন বেলা ৩ টায় কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন করোনার কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সুলতানা আফরোজ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, এনএসআই এর যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার,কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন