হেলেন ফিল্ডিংয়ের কাল্পনিক কলামের চরিত্র অবলম্বনে রোমান্টিক কমেডি ‘ব্রিজেট জোনস’স বেবি’ পরিচালনা করেছেন শ্যারন ম্যাগুইয়ার। ‘ইনসেন্ডিয়ারি’ (২০০৮) এবং ‘ব্রিজেট জোনস’স ডায়েরি’ ম্যাগুইয়ার পরিচালিত অন্য দুটি চলচ্চিত্র।
ব্রিজেট জোনস (রেনে জেলওয়েগার) আর মার্ক ডার্সির (কলিন ফার্থ) এখন আর একসঙ্গে থাকে না। দশ বছর সে একাই আছে। এখন তার বয়স চল্লিশের বেশি। একজন নামি নিউজ প্রডিউসার হিসেবে ভীষণ ব্যস্ত সে। কাজ ছাড়া অন্য কিছুতে মন দেবার সময়ই নেই তার। এমনিতে কখনো সে বিনোদনে সময় ব্যয় করে না। কিন্তু তার সহকর্মী মিরেন্ডার একবারের অনুরোধ সে আর ফেলত পারে না। এক সপ্তাহান্তে সে এক সঙ্গীত উৎসবে যোগ দেয়। সেখানেই তার জীবন নতুন দিকে মোড় নেয়। উৎসবে জ্যাকের (প্যাট্রিক ডেম্পসি) সঙ্গে পরিচয় হয় ব্রিজেটের। মার্কিন এই টেক মোগলের প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ে। অন্তরঙ্গতা হয় তাদের মাঝে। এই ঘটনার কাছাকাছি সময়ে মার্কের সঙ্গে একি বিয়ের অনুষ্ঠানে দেখা হয় ব্রিজেটের। জানতে পারে স্ত্রীর সঙ্গে মার্কের ছাড়াছাড়ি হতে যাচ্ছে। বিপর্যস্ত সময় কাটাচ্ছে সে। তাকে সান্ত¡না দেবার জন্য তার সঙ্গেও সময় কাটায় সে। এর পরপরই ব্রিজেট অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু সে নিশ্চিত নয় কে তার অনাগত সন্তানের বাবা।
হলিউড শীর্ষ পাঁচ
১। সালি (টম হ্যাঙ্কস, অ্যারন একহার্ট, লরা লিনি)
২। ব্রিজেট জোনস’স বেবি (রেনে জেলওয়েগার, কলিন ফার্থ, প্যাট্রিক ডেম্পসি)
৩। ¯েœাডেন (জোসেফ গর্ডন-লেভিট, কিথ স্ট্যানফিল্ড, শেইলিন উডলি, মেলিসা লিও য্যাকারি কুইন্টো)
৪। ব্লেয়ার উইচ (জেমস অ্যালেন ম্যাকিউন, ক্যালি হার্নান্দেজ, ব্র্যান্ডন স্কট, করবিন রাইড, ওয়েস রবিনসন, ভ্যালোরি কারি)
৫। ডোন্ট ব্রিদ (স্টিফেন ল্যাঙ, জেইন লেভি, ড্যানিয়েল যোভাটো, এমা বারকোভিচি, ডিলান মিনেত্তে)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন