বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। জাকির হোসেন রাজুর পরিচালনাধীন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং করছেন তিনি। পূবাইলে সিনেমাটির শেষ লটের কাজ চলছে বলে জানান নূসরাত ফারিয়া। সিনেমাটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নূসরাত ফারিয়া বলেন, ‘এর আগে আমি তিনটি সিনেমায় অভিনয় করেছি। তিনটিই দেশের বাইরের পরিচালক ছিলেন এবং আমার বিপরীতে দেশের বাইরের নায়ক ছিলেন। এবারই প্রথম দেশের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যার এবং নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছি। রাজু স্যারের কাজের ধরণ ভীষণ ভালো লেগেছে। ধরে ধরে কাজ করেন। অভিনয়ে অনেক কিছুই শেখার আছে স্যারের কাছ থেকে। অন্যদিকে শুভর সঙ্গে এর আগে আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সিনেমাতে এবারই প্রথম। আমাদের দু’জনের অভিনয় দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলে মনে করছি।’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের ইসকে মুভিজ। উল্লেখ্য, নূসরাত ফারিয়া অভিনীত প্রথম সিনেমা ছিল ‘আশিকি’। এরপর তিনি ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ নামে দুটি সিনেমায় অভিনয় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন