জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে তার অ্যাকাউন্টে নিয়মিত লেখালেখি করেন। সমসাময়িক বিষয়সহ ব্যক্তিগত অভিজ্ঞতা তার লেখায় স্থান পায়। তিনি সর্বশেষ তার স্ট্যাটাসে একটি লেখা লিখেছেন। সেই লেখাটি পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো। ‘শো করতে ইচ্ছে করে লাখো মানুষের সামনে। জ্ঞাত কারণেই সম্ভব হচ্ছে না। প্রতি স্ট্যাস্টাসেই মানুষের আকুতি দেখি, তারা আমাকে দেখতে চায়, ছবি তুলতে চায়। অনেক বছর হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট করতে পারছি না। ফয়েজ লেক আর ফ্যান্টাসী কিংডম ঠিক মনঃপূত হয় না। সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ হয়, এতে দুধের স্বাদ অনেকটা ঘোলে মিটতো, এখন তাও বন্ধ। কর্পোরেট শো করি না, তিনশো লোক ফিটফাট হয়ে বসে থাকবে, খাবার খেয়ে চলে যাবে। এসব শোতে টাকা আসে কিন্তু ক্ষুধা মেটে না। গত আট বছর বিদেশে শো বন্ধ রেখেছি, মাঝে মধ্যে আশে পাশের দেশে যাই। আটলান্টিক পাড়ি দেই না সেই ২০০৮ সাল থেকে। জার্নি ভয় পাই শারীরিক ফিটনেসের অভাবের কারণে। এবার যাবো। ফাইল ওপেন করেছি। শীঘ্রই যাচ্ছি কানাডা, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া। প্রচুর শো হওয়া দরকার দেশে। জনতার জোয়ারে অনিশ্চয়তা কেটে যাবে। বিনোদনের ধারা অব্যাহত রাখলেই গুমোট অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে, নইলে বৃত্তবন্দি হয়ে থাকতে হবে। যেভাবে বিদেশী দলগুলো দেশে নিরাপত্তা নিয়ে খেলতে আসছে, সেভাবেই নিরাপত্তা দিয়ে লাখো মানুষের বিনোদনের ব্যবস্থা করতে হবে, বিনোদন ছাড়া সভ্যতা অচল। গত সাড়ে তিন মাস অব্যাহত ফিজিও থেরাপি নিয়ে নিজেকে ফিট রেখেছি। আজ রাতে (গত বুধবার) কনসার্টে যাচ্ছি ব্রুনেইতে। সামনে লম্বা সফর, সব ঠিক আছে, খুব মিস করবো ফিজিও চয়নকে, ওর থেরাপি আমাকে ভাল রাখে। অনভ্যাসে বিদ্যা হ্রাস, অস্ত্রে জং ধরেছে, কনসার্টে ভয় লাগে, এই ভয়কে জয় করতে হবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন-ভালবাসা অবিরাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন