শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফিনল্যান্ডে বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাবেদ ইকবাল, ফিনল্যান্ড (তামপেরে) থেকে : ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশী। ঈদে পরিবার ও আত্মীয়দের সঙ্গে জমে ওঠে আড্ডা আর আনন্দ আয়োজন। এমন অনুভূতি প্রকাশ করলেন বাংলাদেশ থেকে আসা মাস্টার্স শিক্ষার্থী মো. শাফায়েত হাসান। শাফায়েতের মত পরিবার ছেড়ে প্রথমবারের মতো ঈদ পালন করছেন মাস্টার্স শিক্ষার্থী রিমেন মুশফিক। কিন্তু ফিনল্যান্ডের তামপেরে শহরে বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন অনুষ্ঠানে এসে কষ্ট ভুলে খুবই আনন্দিত সে। গত ১৮ সেপ্টেম্বর ফিনল্যান্ডরে তামপেরেতে স্থানীয় এলাকার হলরুমে দুপুর ১২টায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন। হরেক রকমের বাঙ্গালী খাবার, মিষ্টান্ন আয়োজন করে স্থানীয় বাঙ্গালী এসোসিশেসন তাম-বাংলা সোশ্যাল ক্লাব। এছাড়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পরিচয় পর্ব, গান, ছড়া, কৌতুক ও বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন