শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সীমিত পরিসরে পালন হবে অলিম্পিক ডে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৭:১২ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। তাই বৈশ্বিক এই মহামারির কারণে এবার সীমিত পরিসরেই অলিম্পিক ডে উদযাপন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র দায়িত্বশীল সূত্র সোমবার এ তথ্য জানায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৩ জুন বিশ্বব্যাপী অলিম্পিক ডে উদযাপন করা হয়।

এ বছরও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদ্যভুক্ত সংস্থা হিসাবে বিওএ এ বছর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দিবসটি সীমিত পরিসরে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। বিওএ’র সীমিত পরিসরের আয়োজনে রয়েছে- সকাল ১১টায় বিওএ ভবনে পতাকা উত্তোলন, দুপুর ১২টায় বিওএর ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে সেমিনার এবং বিকাল ৪টায় একই স্থানে এন্টি ডোপিংওয়ার্কশপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন