শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হার্ভি ওয়াইনস্টিন কেলেঙ্কারি নিয়ে চলচ্চিত্রে সাংবাদিকের ভূমিকায় কেরি মালিগ্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০১ এএম

সরাসরি হার্ভি ওয়াইনস্টিন কেলেঙ্কারি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু হতে যাচ্ছে আসছে গ্রীষ্মে। জানিয়েছে ইউনিভার্সাল স্টুডিও। ‘শি সেইড’ নামের চলচ্চিত্রটি নির্মিত হবে ওয়াইনস্টিনের যৌন হয়রানি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একই শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন অবলম্বনে। দুই সাংবাদিক মেগান টুয়ি এবং জোডি ক্যান্টরের ভূমিকায় যথাক্রমে অভিনয় করবেন কেরি মালিগ্যান এবং জোয়ি কেজান। ২০২৭তে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে তাদের বই পুলিটজার জয় করে। হলিউডের শীর্ষ প্রযোজক যৌন হয়রানি বা জোরপূর্বক বা ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেন। ২০২০ সালে নিউ ইয়র্কের একটি আদালত তাকে দুই নারীর এক অভিযোগের প্রেক্ষিতে ২৩ বছরের কারাদণ্ড প্রদান করে। তিনি আপিল করলে লস অ্যাঞ্জেলে শুনানির নির্দেশ দেয়া হয়, সেখানেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের শুনানি হবে। তার বিরুদ্ধে শতাধিক নারী এই ধরনের অভিযোগ প্রকাশ করে যার ফলে # মিটু আন্দোলনের সূত্রপাত হয়। ‘শি সেইড’ প্রধানত টুয়ি আর ক্যান্টরের বইটি প্রকাশের আগে তাদের তদন্ত, আইনি প্রতিবন্ধকতা মোকাবেলার বিষয়গুলো প্রাধান্য পায়। ওয়াইনস্টিন কেলেঙ্কারি দি অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘দ্য মর্নিং শো’র মত টিভি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হলেও এই প্রথম এই বিষয় নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। জার্মান চলচ্চিত্র নির্মাতা মারিয়া শ্রেডার ‘শি সেইড’ পরিচালনা করবেন। মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন