তুরস্কের বিভিন্ন সিরিয়াল দেশের টিভি চ্যানেলগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কয়েক বছর আগে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান বাংলায় ডাবিং করে টেলিভিশনে প্রচার করলে সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ধারাবাহিকতায় বিভিন্ন চ্যানেলে আরও বেশ কয়েকটি ধরাবাহিক প্রচার করা হয়। এখনো বেশ কয়েকটি প্রচার হচ্ছে। এবার তুরস্ক থেকে ছয়টি সিনেমা আমদানি করছেন আমদানিকারক প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র। সম্প্রতি সিনেমাগুলো বাংলায় ডাবিং করে সেন্সরে প্রদর্শন করা হয়। সিনেমাগুলো দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হয়ে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছেন বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো তুরস্কের সিনেমা দেশের টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছে প্রযোজনা সংস্থা। পাশাপাশি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তির কথাও ভাবছেন তারা। তিতাশ কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ বলেন, প্রথমবার কোনো টিভি চ্যানেলে তুরস্কের সিনেমা প্রচার হতে যাচ্ছে। সেন্সর সদস্যরা সিনেমাগুলো দেখে মুগ্ধ হয়েছেন। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন