মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বাসায় ককটেল হামলা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এক ছাত্রলীগ নেতার বাসায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পটকা উদ্ধার করে। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হ্যাপী মহলে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সজল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও তার ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে। সজল অভিযোগ করে বলেন, দুপুরের দিকে ৮-১০ জন লোক মাথায় হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল যোগে তার বাসার সামনে এসে অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে দুটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের অনুসারী ফখরুল ইসলাম রাহাত জানান, পৌরসভা এলাকায় নিজের বাসায় বসবাস করতে পারছি না। একজন সাংবাদিককে বাড়িতে গিয়ে কুপিয়েছে কাদের মির্জার অনুসারীরা। সেই পৌরসভা এলাকার মধ্যে কাদের মির্জার অনুসারীদের বাড়িতে ককটেল হামলার অভিযোগ সাজানো নাটক ছাড়া কিছুই না। তবুও প্রশাসনকে বলব বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করুন। কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল ও দুটি পটকা উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন