শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পত্রিকা অফিসে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ৬:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র অফিসের ছাদে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে ককটেল ছুড়ে মারে অজ্ঞাতরা।

জানা গেছে; রাতে পত্রিকার কাজ শেষে সবাই নিজ নিজ বাসায় চলে যায়। নাইট গার্ড ককটেল বিষ্ফোরণের বিকট শব্দ শুনলে, তড়িঘড়ি করে
পত্রিকাটির সম্পাদককে জানান তিনি। সম্পাদক থানায় জানালে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করেছে পুলিশ।

চাঁপাই চিত্রের সম্পাদক কামাল হোসেন বলেন;
'স্থানীয় দৈনিক হিসাবে আমরা সব ধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করি। কোন প্রকাশিত সংবাদে সংক্ষুব্ধ হয়ে কেউ ককটেল হামলার মত ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ অপরাধীকে খুজে বের করবে।'

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, 'শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে রবিবার (৩০ অক্টোবার) সন্ধ্যায় জরুরী সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা
অলক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন