স্টার প্লাসের ‘তামান্না’ সিরিয়ালে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন অভিনেত্রী আনুজা সাঠে। জানা গেছে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের বিশাল উদ্যোগ ‘বাজিরাও মাস্তানি’তে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
স¤প্রতি এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিরিয়ালেটির কাজ শুরু হয়েছে। একটি বিনোদন পোর্টাল জানিয়েছে বাজিরাওয়ের মা রাধাবাইয়ের ভূমিকায় আনুজার অভিনয় করার সম্ভাবনা বেশি। প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল প্রাচী শাহ এই ভূমিকায় অভিনয় করবেন, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়েছে।
মজার ব্যাপার হচ্ছে সঞ্জয় লিলা ভানসালির ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রেও আনুজা অভিনয় করেছেন। তবে, তাতে তিনি বাজিরাওয়ের বোন ভিউবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন।
স্ফিয়ার অরিজিন্সের প্রযোজনায় সিরিয়ালেটিতে আরও দুটি ভূমিকায় অভিনয় করবেন ইশা কপিকার এবং বালাজি বিশ্বনাথ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন