শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত হয়েছে। তথ্যসচিব মরতুজা আহমেদকে চেয়ারম্যান ও মো. জাকির হোসেনকে ভাইস চেয়ারম্যান করে নতুন বোর্ড গঠন করা হয়েছে। আগের কমিটিতে দায়িত্ব পালন করেছেন এমন চারজন এবার নেই। পুনর্গঠিত বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন দুই প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ ও রোকেয়া রফিক বেবী। আছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। অন্য সদস্যরা হলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক নাসিরুদ্দিন দিলু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রদর্শক ইফতেষার উদ্দিন নওশাদ, কবি আসাদুল হক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। সরকারি পর্যায় থেকে বোর্ডের সদস্য হিসেবে আছেন এসএম হারুন-উর-রশীদ (অতিরিক্ত তথ্য সচিব, চলচ্চিত্র উন্নয়ন), আবু সালেহ শেখ মো. জহিরুল হক (সচিব, আইন মন্ত্রণালয়), আবু হেনা মো. আবদুল মুনিম (অতিরিক্ত সচিব, রাজনৈতিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ও ইহসানুল করিম (প্রধানমন্ত্রীর প্রেস সচিব)। বিগত বোর্ডের যে চারজন নতুন বোর্ডে নেই, তারা হচ্ছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, আবদুর রহমান, ছড়াকার আসলাম সানী এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন