আজ প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন। তিনি একাধারে একজন পল্লীগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত ও প্লেব্যাক সিঙ্গার। ফেরদৌসী রহমানের জন্ম ভারতের কোচবিহারে ১৯৪১ সালের ২৮ জুন। আজ তিনি ৮০ বছরে পা রাখছেন। তবে করোনার কারণে বিশেষ কোনো আয়োজন নেই। ফেরদৌসী রহমান বলেন, ‘দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে আজ ৮০’তে পা রাখছি। করোনায় দেড় বছর হলো বাসা থেকেই বের হইনা। কবে যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো, তা আল্লাহই ভালো জানেন। ঘরে বসে যাদের গান ভালোলাগে মাঝে মাঝে তাদের গান শুনি। যেমন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা, শাকিলা জাফর, আলম আরা মিনু-এদের সবার গান শুনতে ভালো লাগে। শাহনাজ, রুনা, সাবিনারতো মাইলফলক কিছু গান আছে, যার জন্য শ্রোতা-দর্শক মনে রাখবে আজীবন। পরবর্তীতে বাপ্পা মজুমদার, ন্যান্সি, কনাা, ইউসুফ আহমেদ খানও ভালো করছে। তারপরও সবশেষে আমার একটা কিন্তু থেকে যায়। এখন যারা গান করছে তারা গানের গ্রামার জেনে গানের চর্চাটা করছেনা। বাকী সব ঠিকই করছে। গান আসলে সাধনার বিষয়। এর বিকল্প বা শর্টকাট কোন রাস্তা নেই। ফেরদৌসী রহমান প্রথম গান করেন রেডিও’র ‘খেলাঘর’ অনুষ্ঠানে ১৯৪৮ সালে। ‘আসিয়া’ সিনেমাতে তারই বাবা পল্লী সম্রাট আব্বাসউদ্দিনের সুরে আব্দুল করিমের লেখা ‘ও মোর কালারে’ গানটি গান। অবশ্য তার আগেই ‘এদেশ তোমার আমার’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তাঁর অভিষেক হয়। ফেরদৌসী রহমান বাংলাবাজার স্কুল থেকে এসএসসি, ইডেন কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাস্টার্স এবং পরবর্তীতে ইউনেস্কো ফেলোশিপ নিয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে স্টাফ নোটেসন কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ টেলিভিশেনর ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে খালামনি হিসেবেও এখনো দারুণ জনপ্রিয় তিনি। ফেরদৌসী রহমান হারুনর রশীদ (হারুনুর না) পরিচালিত ‘মেঘের অনেক রং’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রায় ২৬০টি সিনেমাতে গান গেয়েছেন তিনি। তিনটি লং প্লে, ৫০০টি ডিস্ক রেকর্ড, প্রায় বিশটি ক্যাসেট’সহ পাঁচ হাজারেরও বেশি গান তার রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার’সহ দেশ বিদেশের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন এই সঙ্গীত ব্যক্তিত্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন