প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা বুবলী। রবিন খানের পরিচালনায় মুক্তা পানি নামে একটি বিজ্ঞাপনচিত্রে তারা মডেল হয়েছেন। শিঘ্রই এটি দেশের সকল প্রচার মাধ্যমে সম্প্রচার হবে। রবিন খান জানান, এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। এমন একটি পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন ও বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি। চেষ্টা ছিলো একটি আন্তর্জাতিক মানের টিভিসি তৈরি করার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন