শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নারীর ক্ষমতায়ন নিয়ে বলবেন জেরিন খান

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী জেরিন খানকে ইদানীং খুব বেশি চলচ্চিত্রে দেখা যায় না। তাতে কী হয়েছে? তিনি এখনও আলোচনায় আছেন, আর আছেন বেশ গুরুত্বের সঙ্গেই। তাকে সর্বশেষ কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেছে গত বছরের ‘হেইট স্টোরি থ্রি’তে। আর এই বছরের ‘বিরাপ্পান’ ফিল্মটিতে তিনি একটি আইটেম দৃশ্যে ছিলেন। এবার তাকে দেখা যাবে একেবারে এক ভিন্ন ভূমিকায়। কলেজের শিক্ষার্থীদের সামনে তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেবেন।
জানা গেছে মুম্বাইয়ের একটি কলেজে ‘ইন্ডিয়া’স আনস্পোকেন আনহার্ড প্রবলেমস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন।
নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টি এবং সমর্থনের মত বিষয় তার বক্তব্যে স্থান পাবে বলে জানা গেছে। এছাড়া তিনি লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা, বৈষম্য এবং পক্ষপাত নিয়েও কথা বলবেন।
এছাড়া তিনি তরুণীদের স্বনির্ভর হওয়ার ব্যাপারেও উৎসাহিত করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন