শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হলিউড বর্ণবাদী-ড্যানিয়েল র‌্যাডক্লিফ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ মনেপ্রাণে বিশ্বাস করেন হলিউড একটি বর্ণবাদ-দুষ্ট জায়গা।
২৭ বছর বয়সী ‘হ্যারি পটার’ তারকাটি মনে করেন, অন্য জাতি ও বর্ণের মানুষদের সৃজনশীল কাজের প্রশংসা করতে এখনও হলিউডের চলচ্চিত্র শিল্প অনেক পিছিয়ে আছে। ফিমেইল ফার্স্ট জানিয়েছে।
হলিউড বর্ণবাদে দুষ্ট কী নয় জিজ্ঞাসা করা হলে র‌্যাডক্লিফ বলেন, “হ্যাঁ। আমি মনে করি সন্দেহাতীতভাবে ঠিক তাই। এটাই সত্য। আমরা ভাবতে চাই যে আমরা খুব অগ্রসর একটি চলচ্চিত্র জগত কিন্তু আমরা সব দিক দিয়েই পিছিয়ে আছি এবং এটাই প্রামাণ্য।”
“আমি মনে করি অস্কার স্বীকৃতির অনেক ফাঁক আছে, অসাধারণ সব পারফরমেন্সকে প্রতি বছরই অগ্রাহ্য করা হয় বা সেগুলো চোখেই পড়ে না। আমি অনুভব করি এই প্রক্রিয়ার অনেক বিষয় সবার চোখের আড়ালে রয়ে যায়,” তিনি বলেন।
তবে তিনি মনে করেন সম্প্রতি কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, “আমি মনে করি অনেক বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে। আমি যে সব চিত্রনাট্য পড়ছি তাতেই টের পাওয়া যায়।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rukon Musabbir ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৫ পিএম says : 0
Supper
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন