বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে নাটক লেখা ও অভিনয়ে যুক্ত থাকলেও কখনো বিজ্ঞাপনচিত্রে মডেল হননি রওনক হাসান। প্রথমবারের মতো তিনি এ কাজটি করেছেন। মডেল হয়েছেন তিনি। মন্নু সিরামিক পণ্যের মডেল হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর বিজ্ঞাপনটির শূটিং হয়। এটি নির্মাণ করেছেন শহিদুন নবী। রওনক বলেন, ছোটবেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। সেটি প্রচার হয়নি। এরপর শুধু নাটক ও চলচ্চিত্রেই অভিনয় করা হয়েছে। বলা যায়, এটাই আমার প্রথম বিজ্ঞপন। কেমন হয়েছে তা দর্শকই বিচার করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন