বিনোদন ডেস্ক : রয়েল খান পরিচালিত ‘যে গল্পে ভালবাসা নেই’ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেন। নিটোল প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন টিভি অভিনেতা ফিরোজ শাহী। তার সাথে জুটি হয়েছেন তানহা। অন্যান্য চরিত্রে আছেন সুমিত, প্রয়াত দিতি প্রমুখ। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ফিরোজ শাহী বলেন, প্রত্যেক অভিনেতারই জীবনের স্বপ্ন থাকে সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে অভিনয় করা। আমারও স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণ হয়েছে। একটি ভাল গল্পের মাধ্যমে চলচ্চিত্রের দর্শকের সামনে হাজির হতে পারছি বলে ভাল লাগছে। আমার বিশ্বাস, দর্শক চলচ্চিত্রটি দেখে হতাশ হবেন না। তিনি বলেন, আমার যথাসাধ্য চেষ্টা ছিল চরিত্র অনুযায়ী নিজেকে তুলে ধরা। এজন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমি মনে করি, একটি চলচ্চিত্রের মূল ভিত্তি গল্প। এ চলচ্চিত্রে একটি চমৎকার গল্প রয়েছে। গল্পকে কেন্দ্র করে চরিত্রগুলো বিস্তৃত হয়েছে। ফলে গল্পের সাথে দর্শক একাত্ম হতে পারবেন এবং তারা উপভোগ করবেন। উল্লেখ্য, চলচ্চিত্রটির গল্প লিখেছেন ফিরোজ শাহী নিজে। ইতোমধ্যে তার লেখা অসংখ্য নাটক বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গল্প লেখারও ইচ্ছা রয়েছে তার। সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিমস আনলিমিটেড। আগামী নভেম্বরে এটি মুক্তি দেয়া হতে পারে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন