শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জনপ্রিয়তায় সেরার তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:১৭ পিএম

বিশ্বজুড়ে তারকারা 'হপার রিচলিস্ট ইয়ার'-এর তালিকায় কে কত নম্বরে আছেন, তা প্রকাশ করেছেন হপার কর্তৃপক্ষ। এবার এই তালিকায় ২৭তম স্থান দখল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রিপোর্ট বলছে, ইনস্টাগ্রামে প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা করে নেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছর এই তালিকায় ১৯ তম স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। তখন প্রতি পোস্টের জন্য ২ লক্ষ ৭১ হাজার ডলার পেতেন তিনি।

এ বছর এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে এই জায়গা দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়ঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা।

এছাড়া লিস্টে রয়েছে ডোয়েন জনসন, আরিয়ানা গ্র্যান্দে, কাইলি জেনার এবং টেইলর সুইফটের মতো তারকারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন