বিশ্বজুড়ে তারকারা 'হপার রিচলিস্ট ইয়ার'-এর তালিকায় কে কত নম্বরে আছেন, তা প্রকাশ করেছেন হপার কর্তৃপক্ষ। এবার এই তালিকায় ২৭তম স্থান দখল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রিপোর্ট বলছে, ইনস্টাগ্রামে প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা করে নেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত বছর এই তালিকায় ১৯ তম স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। তখন প্রতি পোস্টের জন্য ২ লক্ষ ৭১ হাজার ডলার পেতেন তিনি।
এ বছর এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে এই জায়গা দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়ঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা।
এছাড়া লিস্টে রয়েছে ডোয়েন জনসন, আরিয়ানা গ্র্যান্দে, কাইলি জেনার এবং টেইলর সুইফটের মতো তারকারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন