শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে জনশক্তি কর্মসংস্থান অফিসে বিদেশগামীদের ভিড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:৪৫ পিএম

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষায় অ্যাপ চালু হওয়া সাপেক্ষে রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকা গ্রহীতার দের প্রচন্ড ভিড় লক্ষ করা গেছে। শনিবার সকাল থেকে বিদেশগামীদের ভিড়ে সামাজিক দূরত্ব তথা স্বাস্থ্যবিধি ভঙ্গ হচ্ছে।

 
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মাইকে ঘোষণা দিয়ে লকডাউন বাস্তবায়নে অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার হুঁশিয়ারি দিচ্ছেন।
 
আগত বিদেশগামীরা জানান, প্রবাসে যাওয়ার মতো জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে এসেছেন তারা। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তায় দাঁড়াতে না দেওয়াটা অমানবিক। তাদের অনেকেই জানান, নির্ধারিত সময়ে বিদেশে যেতে না পারলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। পথে বসতে হবে তাদের।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন