শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি অবনতি অব্যাহত থাকার মধ্যেও নুন্যতম স্বাস্থ্যবিধি অনুপস্থিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১:৫৩ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন ক্রমশ ভয়াবহ পরিস্থিতির দিকেই এগুচ্ছে। শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় সংক্রমন সংখ্যা আগের দিনের চেয়ে আরো ৩৫ বেড়ে ১৫২’তে উন্নীত হয়েছে। যা ২৪ ঘন্টার হিসেবে গত ৩ মাসের সর্বোচ্চ। ফলে স্বাস্থ্য বিভাগের বিবেচনায় সবুজ অঞ্চলে থাকা দক্ষিণাঞ্চল ইতোমধ্যে হলুদ অঞ্চলের অন্তর্ভূক্ত হয়েছে। এনিয়ে চলতি মাসের ২১ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সংক্রমন সংখ্যা ৫৩৩ জনে উন্নীত হল। যা আগের ৩ মাসের মোট আক্রান্তেরও বেশী। তবে পরিস্থিতি প্রতিদিনই অত্যন্ত নাজুক আকার ধারন করলেও বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের কোথাও মাস্ক পরিধান ছাড়াও নুন্যতম স্বাস্থ্যবিধি মানছেন না কেই। এমনকি ব্যাপারে নগর ভবন সহ কোন জেলা প্রশাসনের নুন্যতম কোন উদ্যোগও নেই।
এ নিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট সংক্রমন সংখ্যা দাড়াল ৪৫ হাজার ৮৮৩ জনে। গত মধ্য অক্টোবরের পরে কোন মৃত্যু সংবাদ না থাকলেও ইতোমধ্যে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।
গতকালও মহানগরী সহ বরিশাল জেলাই সংক্রমনের শীর্ষে ছিল। এসময়ে মহানগরীতে প্রায় ৪৫ জন সহ বরিশাল জেলায় ৬৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে মহানগরীতে ১১ হাজার সহ বরিশাল জেলায় মোট সংক্রমন সংখ্যা দাড়াল ১৮ হাজার ৫৭০ জনে। মহানগরীতে ১০২ জন সহ জেলায় মোট মৃতের সংখ্যা ২৩০। বিভাগের মাত্র ৬% জনসংখ্যার বরিশাল মহানগরীতে এখনো শনাক্তের সংখ্যা প্রায় ২৫ ভাগ।
শনাক্তের বিবেচনায় খুলনা-বাগেরহাট সীমান্তের পিরোজপুরের পরিস্থিতিও ক্রমশ নাজুক আকার ধারন করছে। এ জেলাটিতে গত ২৪ ঘন্টায় আরো ৪৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যা আগের দিনের প্রায় দেড়গুন। এ নিয়ে জেলাটিতে ৫ হাজার ৪২৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। মারা গেছেন ৮৩ জন।
পিরোজপুরের পাশের ছোট জেলা ঝালকাঠীতেও পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। সর্বাধীক মৃত্যুহারের এ জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৫৫৯ জনে। মারা গেছেন ৬৯ জন। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ১৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬ জন বেশী। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ২২৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১০৭ জন। দ্বীপজেলা ভোলাতেও গত ২৪ ঘন্টায় ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে শনাক্তের সংখ্যা ৬ হাজার ৯২৭ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ৯১ জন। দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমন হারের বরগুনাতে শনাক্তের সংখ্যা গত দুদিন ধরে ৮ জনেই স্থির রয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৯৯০ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯৭ জন।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জন সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৭১৩ জন। সুস্থ্যতার হার গত দু সপ্তাহে ৯৮% থেকে ৯৫%-এ হ্রাস পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন