শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গরুকে শ্রোতা বানিয়ে অভিনব কনসার্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

করনোয় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সংক্রমণের কারণে বন্ধ হয়ে গেছে কনসার্টের আয়োজনও। এই সুযোগে এক ব্যতিক্রম কনসার্টের আয়োজন করে সাড়া ফেলেছেন ডেনমার্কের এক শিল্পী। মানুষ না থাকলেও গরুকে শ্রোতা বানিয়ে অভিনব কনসার্টের আয়োজন করেন তিনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ব্যতিক্রমী কনসার্ট। মানুষ নেই, তাই বলে গান গাওয়া তো থেমে থাকবে না। করোনায় জনসমাবেশে কনসার্ট আয়োজন বন্ধ থাকায় ডেনমার্কে এক ব্রিটিশ শিল্পী শ্রোতা হিসেবে বেছে নেন গরুকে। কোপেনহেগেনের দক্ষিণের এক গ্রামে এই কনসার্টের আয়োজন করেন বার্সেলোনার মার্শাল একাডেমির অধ্যাপক ব্রিটিশ সংগীত শিল্পী জ্যাকব শো। গরুর সামনে একের পর এক গান পরিবেশন করতে থাকেন তিনি। আশ্চর্যের বিষয়, দাঁড়িয়ে থাকা গরু বাদ্য যন্ত্রের গান বেশ মনোযোগ দিয়ে শুনে যায়। জ্যাকব শো বলেন, আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের অংশ। কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য আমার মধ্যে উৎসাহ কাজ করে। এই ৩০ বছর বয়সী শিল্পী আরও জানান, করোনাকালে মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি’। তার বন্ধু মোগেনস হাগার্ড বলেন, যখন সে আমাকে এ সম্পর্কে বলে আমি একদমই অবাক হয়নি। বরং আমার মধ্যে উত্তেজনা কাজ করে। আমি মনে করি, গরুর জন্যও একই রকম হবে। পরবর্তীতে দেখি আমার ভাবনাই সঠিক’। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন