হাতিয়া ভাসানচর থানা হাজতের গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামী মো. শাহেদ উদ্দিনকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভাসানচরের জংগল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে শনিবার ভোরের কোন একসময় থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় শাহেদ। সে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নাম্বার ক্লাস্টারের এম-৬ নাম্বার কক্ষে বসবাস করতো। তার বাবার নাম মৃত আব্দুল্লাহ। ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১জুলাই বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামী রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌ-পথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোন একসময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পলাতক শাহেদকে গ্রেপ্তারের জন্য শনিবার দিনব্যাপী ভাসানচর ও তার আশপাশের এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচরের পার্শ্ববর্তী গভীর জংগলের রাখালদের একটি খালি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন