বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাণীশংকৈলে ২৪ ঘন্টায় স্বাস্থ্য কর্মীসহ ৪০ জন আক্রান্ত, মৃত্যু ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:০২ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪০ জনের দেহে। নতুন করে মৃত্যুও হয়েছে আরো ১ জনের।

একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী সহ শনাক্ত হয়েছে এবং তার ৪ মাসের শিশু সন্তান সহ পরিবারের সকলেই সংক্রমিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী। তিনি আরো বলেন রাণীশংকৈল উপজেলায় আমাদের যে ভাবে করোনা সংক্রমিত রোগী বাড়ছে তাতে হাসপাতালে অক্সিজেন সংকটে পড়তে হবে আমাদের, যদি আমরা এখনো সচেতনতা অবলম্বন না করি। তিনি আরো বলেন রাণীশংকৈল উপজেলায় মোট করোনা সংক্রমণ হয়েছেন এপযন্ত ৪ শত ৫৬ জন, যার মধ্যে পরিক্ষা করা হয়েছিল ১৪ শত ২২ জনের। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪শত ১ জন। নতুন করে ১ জন সহ মৃত্যু বরণ করেছেন ১৭ জন করোনা সংক্রমিত রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন