শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাড়ি থেকে সোমবার দিবাগত রাত ১টায় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এসএম রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ গজারিয়া গ্রামে আব্দুর রাজ্জাক শিকদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরে থাকা আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে এসএম রিফাত মাহবুব পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে বিছানার নিচ থেকে শপিং ব্যাগে মোড়ানো একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে তিন রাউন্ড গুলি রয়েছে।
শিবচর থানার ওসি বলেন, গ্রেফতারকৃত রিফাতের নামে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন