শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

ঝিনাইদহের আন্দুলিয়া স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আন্দুলিয়া মাধ্যামিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে স্কুল কর্তৃপক্ষ। গত ১৪ সেপ্টেম্বর আন্দুলিয়া মাধ্যামিক বিদ্যালয়ের স্কুল মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ১৯৭১ সাল থেকে ২০১৬ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র/ছাত্রী এবং অধ্যায়নরত সকল ছাত্র/ছাত্রীর সমন্বয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফামের্সী অনুষদের প্রফেসর ড. এম. এ মজিদ। অনুষ্ঠান উদ্বোধন করেন হরিনাকুন্ডু পৌরসভার মেয়র শাহীনুর রহমান রিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাবেক ছাত্র এবং শিক্ষক এ্যাড. মো. খালিদ ইমাম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. মাসুদুল হক টিটু। আলোচনা এবং স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল রাসেল এবং জাতীয় শিশু একাডেমীর স্বর্ণ পদকপ্রাপ্ত শিল্পি ওর্থী, ঐসর্য এবং স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীরা। ষ শিক্ষাঙ্গন ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন