ঢাকাসহ দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে বুধবার (৭ জুলাই) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুর নামে একটি জায়গা। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লক্ষ্মীপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।
সকালে কম মাত্রায় হওয়ায় ঢাকার অনেকে না বুঝতে পারলেও কয়েকজন বাসিন্দা নিশ্চিত করেছেন যে ঢাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন