নীলফামারীতে আবারও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভু-কম্পনে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এর আগে গত ৫ এপ্রিল রাত ৯টা ২১ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।
নীলফামারী সদর উপজেলার পুরাতন রেল ষ্টেশন এলাকার জাহিদুল ইসলাম জানান,ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ঝাঁকুনী উঠে ঘরের আসবাবপত্র নড়ে উঠে। বুঝতে পেরে তাৎক্ষনিক ঘরের বাহিরে চলে আসি। বাহিরে এসে শুনতে পাই মানুষজন আতংকিত হয়ে ঘরের বাহিরে বের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন