শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসছে ‘বালিকা বধূ ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

কালার্স অচিরেই হিট সোশাল ড্রামা সিরিয়াল ‘বালিকা বধূ’র দ্বিতীয় মৌসুম শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে সিরিয়ালের প্রথম টিজার বিমুক্ত করেছে। এই টিজারে একটি শিশুকন্যাকে তার মায়ের দিকে হেঁটে যেতে দেখা যায়। মা শিশুর সৌন্দর্যের প্রশংসা করে জানায় তার জন্য ছোট এক রাজকুমার খোঁজা হচ্ছে। তারপরই তাকে বিয়ের পোশাকে দেখান হয়। ভাষ্যকার বলে বাল্যবিবাহ এখনও সমাজের সবচেয়ে বড় সমস্যা রয়ে গেছে। আরেক আনন্দি এসেছে এই সমস্যার বিরুদ্ধে দাঁড়াতে। টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাল্যবিবাহ এখনও সামাজিক সমস্যা হয়ে রয়েছে। এই সমস্যা মেটাতে আরেক আনন্দির জন্ম হয়েছে, নতুন বালিকা বধূ। ‘বালিকা বধূ সিজন ২’ অচিরেই আসছে। কালার্স চ্যানেলে।’ ‘বালিকা বধূ সিজন ২’-এর শুট গত সপ্তাহে রাজস্থানে শুরু হয়েছে। শিশুশিল্পী শ্রেয়া পাটেল এবং বংশ সায়ানি দুই প্রধান ভূমিকায় অভিনয় করবে। অন্য যারা অভিনয় কর বেন তাদের মধ্যে আছেন ঋদ্ধি নায়েক শুক্লা, কেতকী দেব, সীমা মিশ্র, অংশুল ত্রিবেদী, সুপ্রিয়া শুক্লা। সূত্র বলেছে, ‘নতুন এই সিরিয়ালের ধারণা হবে আগেরটির মতই তবে পটভূমি হবে বর্তমান সময়।’ স্ফিয়ার অরিজিন্স সিরিয়ালটি প্রযোজনা করছে। সিরিয়ালের প্রথম মৌসুমে অভিনয় করেছিলেন অবিকা গোর, অবিনাশ মুখার্জি, প্রত্যুষা ব্যানার্জী, তোরাল রাসপুত্র, শশাঙ্ক ব্যাস এবং সিদ্ধার্থ শুক্লা। আরও ছিলেন সুরেখা সিকরি, অনুপ সোহনি, স্মিতা বনসাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন