চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্ত মাখা দা হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে হাজির জসীম উদ্দিনকে (৪৫) এই ঘটনায় ছেলের দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর জানান, গতকাল বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগমের আদালত এ আদেশ দেন। উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় পারিবারিক কলহের জেরে মঙ্গলবার স্ত্রীকে জখম করেন তিনি। এই ঘটনায় তার ছেলে আমান উল্লাহ এ মামলা করেন। জসীম উদ্দিন গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে। পুলিশ জানায়, স্ত্রী ইয়াসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে জখম করে জসীম। দা হাতে ইউএনও অফিসে হাজির হয়ে তিনি ঘটনার দায় স্বীকার করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। ভবঘুরে জসীম বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। ইয়াসমিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। ওসি শফিউল কবীর বলেন, মা’কে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জসিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন