শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি. বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৯:০৪ পিএম

ঘণ্টায় ১৬ লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক শক্তিশালী সৌর ঝড়। আজ অথবা কাল সোমবার এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। -হিন্দুস্তান টা্‌ইমস

যার জেরে জিপিএস এবং মোবাইল সিগনালে বিঘ্ন ঘটতে পারে। স্পেসওয়েদার ওয়েবসাইট এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। গেলো মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম ‘ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস’ থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এর ফলে সরাসরি পৃথিবীতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম। কিন্তু এই সৌর ঝড়ের জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ابو مبرور ১১ জুলাই, ২০২১, ১০:৩৭ পিএম says : 0
আল্লাহ পৃথিবীর সকল মুসলমানদের হেফাজত করুন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন