মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সয়ুজ মহাকাশযানের চূড়ান্ত উৎক্ষেপণ প্রস্তুতি শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার সয়ুজ-২.১এ ক্যারিয়ার রকেট বাইকোনুর স্পেস সেন্টারের ৩১ নাম্বার লঞ্চ প্যাডে (ভোস্টক) বসানো হয়েছে। এর মাধ্যমে সয়ুজ এমএস-২২ মহাকাশযানকে উৎক্ষেপণ করা হবে। বিষয়টির সাথে জড়িত একজন সেখান থেকে বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন। এখন কর্মীরা সার্ভিস টাওয়ারগুলিকে রোল আপ করবে, এবং চূড়ান্ত লঞ্চের প্রস্তুতি শুরু হবে।

সয়ুজ এমএস-২২ মহাকাশযান বহনকারী সয়ুজ-২.১এ রকেট কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে আগামী ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টা ৫৪ মিনিটে উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানের ক্রু হিসাবে থাকবেন রোসকসমস মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটেলিন এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও। তাদের মহাকাশ অভিযান ২৮ মার্চ পর্যন্ত ১৮৮ দিন স্থায়ী হবে। মহাকাশযানটি প্রায় ১২০ কিলোগ্রাম পেলোডও বহন করবে। সূত্র : তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Md Sharif ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ এএম says : 0
উত্তম পরিকল্পনার স্বার্তকতা আদর্শ বাস্তবায়নে, মানুষের চেষ্টা সফল হতেই পারে।
Total Reply(0)
Jacob Baidya ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৯ এএম says : 0
সাগরের তলদেশে অনেক অজানা রহেস্য আজও অজানা, এদিকে দৃষ্টি দিলে অনেক কিছু জানতে পারতাম।
Total Reply(0)
Ramim Hasan ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:১০ এএম says : 0
Very very powerful project
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন