রাশিয়ার সয়ুজ-২.১এ ক্যারিয়ার রকেট বাইকোনুর স্পেস সেন্টারের ৩১ নাম্বার লঞ্চ প্যাডে (ভোস্টক) বসানো হয়েছে। এর মাধ্যমে সয়ুজ এমএস-২২ মহাকাশযানকে উৎক্ষেপণ করা হবে। বিষয়টির সাথে জড়িত একজন সেখান থেকে বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন। এখন কর্মীরা সার্ভিস টাওয়ারগুলিকে রোল আপ করবে, এবং চূড়ান্ত লঞ্চের প্রস্তুতি শুরু হবে।
সয়ুজ এমএস-২২ মহাকাশযান বহনকারী সয়ুজ-২.১এ রকেট কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে আগামী ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টা ৫৪ মিনিটে উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানের ক্রু হিসাবে থাকবেন রোসকসমস মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটেলিন এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও। তাদের মহাকাশ অভিযান ২৮ মার্চ পর্যন্ত ১৮৮ দিন স্থায়ী হবে। মহাকাশযানটি প্রায় ১২০ কিলোগ্রাম পেলোডও বহন করবে। সূত্র : তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন