সাবেক ভারতীয় ক্রিকেটার বিভিন্ন সময় টিভির কমেডি শোগুলোতে অংশ নিয়ে এসেছেন। সর্বশেষ তাকে দেখা যাচ্ছিল ‘কপিল শর্মা শো’তে। তিনি বিশেষ বিচারক হিসেবে এই অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছিলেন। রাজনীতিতে মনোযোগ দেবার জন্য তিনি শোটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিধুর স্ত্রী নভজোত কৌর জানিয়েছেন, তার স্বামী পুরোপুরি পাঞ্জাবের রাজনীতিতে মনোনিবেশ করবেন। তিনি আরো জানিয়েছেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘কপিল শর্মা শো’য়ের পুরো কাজ সিধু শেষ করে ফেলেছেন। সেই দিনই তিনি শো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।
সিধু স¤প্রতি বিজেপি থেকে পদত্যাগ করে নিজের রাজনৈতিক দল আওয়াজ-এ-পাঞ্জাব মোর্চা গঠন করেছেন। তিনি ১ অক্টোবর অমৃতসর থেকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন।
‘দ্য কপিল শর্মা শো’র অন্যতম শিল্পী কিকু শারদা বলেছেন, “আমিও খবরটি শুনেছি। আমার দলের সদস্যরা বিষয়টি আমাকে জানায়নি। আমরা শেষ শুটিং করেছি এই মাসের ১৭ তারিখে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন