বিনোদন ডেস্ক : সত্তর দশকের জনপ্রিয় সিনেমা ‘দোস্ত দুশমন’ রিমেক করা হচ্ছে। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমাটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এতে অভিনয় করেছিলেন ওয়াসিম, সোহেল রানা, জসীম ও শাবানা। এটি রিমেক করা হয়েছিল ভারতে নির্মিত শোলে সিনেমা থেকে। ৩৯ বছর পর সিনেমাটি রিমেক করছেন চলচ্চিত্র নির্মাতা আজাদ খান। এতে অভিনয় করবেন নতুন নায়ক জয় চৌধুরী, বিজয় খান, অমিত হাসান, আশিষ বিদ্যার্থী (ভারত), রজতাভ দত্ত, সুপ্রিয় চ্যাটার্জি, লাবনী সরকার, কাজী হায়াৎ, কমল পাটেকার। সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মাণ করছে বাংলাদেশের একে প্রোডাকশন ও ভারতের জুপিটার ফিল্মস। বাংলাদেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব পালন করবে কারিগর ফিল্মস। ইতোমধ্যে সিনেমাটির একটি গান রেকর্ড করা হয়েছে। সুদীপ কুমার দীপের লেখা গানটির মিউজিক করেছেন ভারতের বাপ্পী লাহিড়ি। কণ্ঠ দিবেন ভারতের কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক ও শান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন