শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বৃহস্পতিবার থেকে আগের নিয়মে ১০-৪টা ব্যাংকিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৮:৩৭ এএম

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে কঠোর লকডাউন কিছুটা শিথিল করেছে সরকার। সে অনুযায়ী ঈদের আগে তিনদিন আগের নিয়মে ফিরে যাচ্ছে ব্যাংক। ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, লেনদেন পরবর্তী অন্যান্য কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১৬ ও ১৭ তারিখ সাপ্তাহিক ছুটি। এরপর ১৮ ও ১৯ জুলাইয়ের পর ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে বিধিনিষেধ শিথিলের সময়সীমা শেষ হবে। তারপর আবার কঠোর লকডাউন শুরু হবে বলে জানিয়েছে সরকার। আর তাই ঈদের পর ব্যাংকের লেনদেনের সময় আবারও কমে যাবে।

২১ জুলাই দেশে ঈদ-উল-আযহা উদযাপিত হবে। এদিকে ঈদের আগে পোশাকশিল্প এলাকার ব্যাংকের শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তখন এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন