শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে ভোক্তা অধিকার কার্যালয়ের বাজার তদারকি অভিযান

বিভিন্ন পরিবহন সংস্থাকে জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৯:৩৫ পিএম

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে, কক্সবাজার জেলার, ঝাউতলা এলাকার বিভিন্ন পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে সেবার মূল্য তালিকা না রাখা এবং অতিরিক্ত মূল্য রাখা অপরাধে ঝাউতলা এলাকার শ্যামলী এন আর ট্রাভেল লিঃ কে ১৬,০০০/- টাকা, মূল্য তালিকা না রাখার অপরাধে শ্যামলী পরিবহন লিঃ কে ৫,০০০/- টাকা, এবং সোহাগ প্রাঃ লিঃ কে ২,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবহন ব্যাবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য তালিকা প্রদর্শন করা, মূল্য বেশি না রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর মডেল থানার এক দল পুলিশ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন