বিনোদন ডেস্ক : গত রবিবার সকালে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয় দেশবরেণ্য সুরকার এবং সঙ্গীত পরিচালক আলম খানকে। এরপর খবর রটে, আলম খানের শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে এবং তিনি নিজের চিকিৎসা খরচ বহনের জন্য সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তবে আলম খানের বড় ছেলে সঙ্গীত পরিচালক আরমান খান এ খবর অস্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোন অস্ত্রোপাচার করা হয়নি। বাবা এখন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। যে ছবিটি ফেসবুকে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে নেবুলাইজিংয়ের। শ্বাসকষ্ট হলে এটা দেয়া হয়। কিন্তু অনেকে এটাকে অক্সিজেন মনে করছেন। আর্থিক সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবার জন্য কোনো প্রকার আর্থিক সহায়তার প্রয়োজন নেই। সবাই শুধু দোয়া করবেন যে তিনি যেন সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন