বিনোদন ডেস্ক : তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা সিনেমাটি অস্কারের ৮৯তম আসরের বিদেশি ভাষার সিনেমা বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে। গত সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্তোর্রায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজ এ ঘোষণা দেয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানান, সমকালীন বিশ্বে অভিবাসী সংকট ও অবৈধভাবে মানব পাচারের বাস্তবতায় সাজানো বলেই সিনেমাটিকে মনোনীত করা হয়েছে। তৌকীর বলেন, আমার পরিচালিত অজ্ঞাতনামা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে যাচ্ছে, এরচেয়ে আর বড় খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। আগামীতে আরো ভালো কাজ করার দায়িত্ববোধটা বেড়ে গেল। উল্লেখ্য, অজ্ঞাতনামা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৯ আগস্ট। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নিপুন, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, জুঁই করিম, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ। মুক্তির আগে দেশের বাইরে বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন