বিনোদন ডেস্ক : এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কি’। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হচ্ছে। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নাইম, নোভা, তৈসিফ মাহবুব, এ্যালেন শুভ্র, স্পর্শিয়া, সিয়াম আহমেদ, জোভান, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, সামিরা খান মাহি, মনিরা মিঠু, সাবেরি আলম, খালেকুজ্জামান, কাজী উজ্জল, হিন্দোল রয়, শিখা মৌ, কিসলু চৌধুরী, সাগর হুদা, আচল হোসেন, শোয়েব মনির, রিয়া চৌধুরী, সজল, হিমু হাফিজ, আঁখি আফরোজ, রবিন, সিয়াম নাসির, শেরা প্রমুখ। ‘একটি প্রাইভেট ইউনিভার্সিটির সোশ্যাল ক্লাবকে কেন্দ্র করে গল্পের পটভ‚মি। একজন শিক্ষকের নেতৃত্বে ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক এক করে সোশ্যাল ক্লাবে জয়েন করে। প্রতি শিক্ষার্থী যেমন আলাদা ডিপার্টমেন্টের তেমনি আলাদা ফ্যামিলি স্ট্যাটাসের, আবার আলাদা মন মানসিকতার। সবাই একত্র হয় একটি উদ্দেশ্য সামনে রেখে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন