রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮) ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ। সোমবার (১৯ জুলাই) সকাল ৫.৩০ মিনিটে বিহার এর পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাকি তাঁকে আক্রমন করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা গেছেন এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন