করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আর মানবিক এই উদ্যোগের পেছনে নেতৃত্ব দিচ্ছেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। সংগঠনটির অন্য নেত্রীদের সঙ্গে নিয়ে গত ৪ জুলাই থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। পুনাকের তহবিল থেকে না নিয়ে নিজেদের আয়োজনে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন পুনাক নেতৃবৃন্দ। সরকারি বিধিনিষেধ শুরুর পর থেকে প্রতিরাত ও সকালে পুনাকের একাধিক টিম রাজধানীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রান্না করা খাবার তুলে দিয়েছে ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষের হাতে। পুনাকের মানবিক উদ্যোগের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকাল দশটায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। গতকাল পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পুনাক সভানেত্রী জীশান মীর্জা উপস্থিত থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস ও প্যাকেট করা খাবার বিতরণ করেন। এছাড়া ঈদসামগ্রীর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেল বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহবান জানান পুনাক সভানেত্রী।- প্রেসবিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন