শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:২৭ পিএম

করোনা মহামারির সাথে পাল্লা দিয়ে বর্তমানে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তা খুবই আশঙ্কাজনক। এমনিতেই দেশের মানুষ করোনায় বিপর্যস্ত, তার উপর ডেঙ্গুর ব্যাপক উল­ম্ফন জনজীবনকে বিষিয়ে তুলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের শত কোটি টাকার মশক নিধন প্রকল্প থাকলেও দুর্নীতির কারণে তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া এ বিপর্যয়ের অন্যতম কারণ। তাছাড়া ডেঙ্গু চিকিৎসায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর অপ্রতুল ব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আশঙ্কাজনক এ অবস্থার দ্রæত লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় দেশ গভীর সঙ্কটে নিপতিত হবে। আজ বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এসব মহামারি আল্লাহর ক্রোধের বহিপ্রকাশ। ব্যাপক অনাচার, অত্যাচার, অনৈতিকতার কারণে এ ধরনের দুর্যোগ নেমে আসে বলে কোরআন হাদীসে বর্ণিত হয়েছে। তাই জাতীয় ভাবে তওবার ডাক দিয়ে সবাই আল্লাহর দ্বারস্থ হওয়া অত্যন্ত জরুরি। সরকারকে সর্বাগ্রে এ কাজে এগিয়ে আসতে হবে। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন