শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১০:৫৭ এএম

কক্সবাজার সদরের খুরুশকুল পেঁচারঘোনা এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হাতে নুরুল হক লালু নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

নিহত নুরুল হক লালু খুরুশকুল মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের ছেলে এবং রামু কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।

সে মরহুম আলহাজ্ব বাঁচা সিকদারের নাতি এবং সামাজিক সংগঠন হিউম্যান অর্গানাইজেশন কক্সবাজার এর সঙ্গে যুক্ত ছিল।

পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থান থেকে সিএজিযোগে বাড়ী যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে বলে জানান নিহতের মামা মোঃ শাহেদ।

ঘটনাটি তিনি পরিকল্পিত মন্তব্য করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি দিয়েছেন।

ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন