কড়া লকডাউনের মধ্যে উখিয়ার ক্বারী মাওলানা কামাল আহমদ এর বিশাল নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। উখিয়ার সর্বস্তরের মানুষের কাছে মুহাদ্দিস ক্বারী মাওলানা কামাল আহমদের যে গ্রহণযোগ্যতা ছিল এটি তার প্রমাণ।
করোনা উপসর্গ নিয়ে ৩০ জুলাই সকাল ৮.১৫ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন উখিয়া উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস ক্বারী মাওলানা কামাল আহমদ।
তিনি দীর্ঘদিন ধরে উখিয়ার রাজাপালং ফাযিল মাদ্রসার মুহাদ্দিস ছিলেন। তিনি একজন সুবক্তা ছিলেন। একজন মুখলিস দাঈী ও সুবক্তা হিসেবেউখিয়াসহ কক্সবাজার এর প্রত্যন্ত অঞ্চলে তাঁর পরিচিতি রয়েছে।
শুক্রবার বাদ জুমা উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। কড়া লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সর্বস্থরের লাখো ভক্ত তার নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন।
মরহুমের নামাজে জানাযা শেষে নিজ গ্রাম হাজির পাড়া কবরস্থানে তাকে দাপন করা হয়।
মন্তব্য করুন