বন্ধু নিয়ে নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘তোর জন্য’ প্রকাশিত হচ্ছে। আজ রোববার বন্ধু দিবস উপলক্ষে দলটির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হচ্ছে। গানটির গীতিকার, সুরকার ও শিল্পী ব্যান্ডের ভোকাল ও ব্যান্ড প্রধান সাজেদ ফাতেমী। তিনি জানান, বন্ধু দিবসের এ গান আমার নকশীকাঁথা ব্যান্ডের প্রচলিত ধারা থেকে ব্যতিক্রম। টেকনো বিটের ওপর রক ঘরানার গানটির কম্পোজিশন, ভিডিওগ্রাফি ও এডিটিং করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান। সাজেদ ফাতেমী বলেন, সব বয়সী মানুষের বন্ধুত্বের রঙ মোটামুটি একই রকমের। সেই রঙগুলো তুলে আনার চেষ্টা করেছি আমাদের গানে। আশা করি, সবাই তাদের পার¯পরিক বন্ধুত্বেরঅনুভ‚তিগুলো খুঁজে পাবেন এ গানে। ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে নকশীকাঁথা ব্যান্ডের জন্ম। সেই থেকে বিভিন্ন সামাজিক সংকট ও অসঙ্গতি নিয়ে গান গেয়ে আসছে নকশীকাঁথা। ২০০৮ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ও ২০১৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয়। এ ছাড়া, বিভিন্ন সময়ে একক গানসহ এ পর্যন্ত ব্যান্ডের প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে। এসব গানে নদী, বৃক্ষ ও পরিবেশ বাঁচানোর তাগিদ, বৈশাখ, কৈশোরের বন্দিত্ব, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা, বাংলা ভাষার দুর্গতি, দেহতত্ত¡, আধ্যাত্বিক ও প্রেমসহ আরও বেশ কিছু বিষয় স্থান পেয়েছে। নকশীকাঁথার অন্য সদস্যরা হলেন- জে আর সুমন, বুলবুল সাহা ও শামস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন