শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিয়ে করছেন সাঙ্গীতশিল্পী ন্যানসি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

আবারো বিয়ে করছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত এপ্রিলেই তিনি বিয়ের আভাস দিয়েছিলেন। এবার তিনি জানান, আগামী মাসে বিয়ে করতে যাচ্ছেন। এখন বিয়ের প্র্রস্তুতি চলছে। তবে পাত্র কে, এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না তিনি। ন্যানসি বলেন, এর আগে আমার বিয়ে হয়েছে। কিন্তু মেহদি দেয়া হয়নি। যেহেতু এবার তৃতীয়বারের মতো বিয়ে করছি, তাই ভাবছি বিয়ের সব আয়োজন রাখবো। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং প্রোগ্রাম নিয়ে ভাবছি। উল্লেখ্য, কয়েক মাস আগে ন্যানসির দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ফেসবুকে এক স্ট্যাটাসে ন্যানসি লিখেছেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা... ইত্যাদি। তবে নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। বিচ্ছেদ কখনো মধুরও হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন